
নারীদের ফুটবল বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। অস্ট্রেলিয়ার সিডনিতে হওয়া ফাইনালে ১-০ গোলে জিতেছে স্প্যানিশরা। এই প্রথম নিজেদের ফুটবল ইতিহাসে নারীদের বিশ্বকাপ জিতল স্পেন। ৭৬ হাজার দর্শকের সামনে ম্যাচের ফল নির্ধারণী একমাত্র গোলটি এসেছে স্পেন অধিনায়ক ওলগা কারমনার পা থেকে।
চ্যাম্পিয়ন হওয়ার পর স্পেন ফুটবল ফেডারেশনের প্রধান লুইস রুবিয়ালেস পুরস্কার বিতরণী মঞ্চে পদক নিতে আসা স্প্যানিশ মিডফিল্ডার জেনিফার হারমোসোকে ঠোটে চুমু দিয়ে ‘ভাইরাল’ হয়েছেন। এ সময় আনন্দে আপ্লুত হয়ে কয়েকজনকে কোলেও তুলে নেন লুইস। স্পেনের সংস্কৃতি অনুযায়ী যা অতি স্বাভাবিক দৃশ্য।
এদিকে স্পেনের ফুটবল প্রধানের চুমুকাণ্ড মুহূর্তে ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে। প্রকাশিত ভিডিওতে দেখা যায়, অন্যদের তুলনায় হারমোসোকে দীর্ঘ সময় আলিঙ্গন করেন রুবিয়ালেস। দুহাতে জড়িয়ে উঁচুতেও তুলে ধরেন। একে অপরের সঙ্গে কথাও বলেন। একপর্যায়ে হারমোসোকে জাপটে ধরে ঠোটে চুমু খান রুবিয়ালেস।
এমন ঘটনায় নিন্দার ঝড় ওঠে রুবিয়ালেসের বিপক্ষে। তাই বাধ্য হয়ে আজ ক্ষমা চাইলেন স্পেনের এই ফুটবল প্রধান। স্বীকার করেছেন এমন দায়িত্বশীল পদে থেকে এ রকম আচরণ করা ঠিক হয়নি তাঁর। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে রুবিয়ালেস বলেছেন, ‘আমাকে স্বীকার করতেই হবে, আমি সম্পূর্ণ ভুল ছিলাম। আমাকে ক্ষমা চাইতে হবে, এ থেকে শিক্ষা নিতে হবে। আমাকে বুঝতে হবে, যখন সভাপতি সভাপতির মতো দায়িত্বে থাকবেন, আপনাকে আরও সতর্ক হতে হবে।’
