
বিশ্বের নামিদামি ফুটবলারদের মোটা অঙ্কের অর্থের বিনিময়ে দলে ভিড়িয়ে সৌদি প্রো লিগের ক্লাবগুলো রীতিমতো তাক লাগাচ্ছে। তারই ধারাবাহিকতায় এবার আলোচনায় এসেছে লিওনেল মেসির ‘বডিগার্ড’ খ্যাত তারকা মিডফিল্ডার রদ্রিগো ডি পলের নাম। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলারকে দলে টানতে চাইছে আল আহলি।
ইতালিয়ান ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানাচ্ছেন, সৌদি প্রো লিগের দলটি ডি পলের সঙ্গে চুক্তি করতে মরিয়া। উভয় পক্ষ আলোচনা শুরু করেছে। ২৯ বর্ষী ফুটবলারদের দলে টানা সহজ না হলেও আল আহলি সেই পথেই এগোচ্ছে। আর্জেন্টাইন ফুটবলারের প্রতিনিধিদের কাছে পাঠানো হয়েছে আনুষ্ঠানিক প্রস্তাব।
রোমানোর দেয়া তথ্য অনুযায়ী, আল আহলি ডি পলের বর্তমান দল অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে ৩২ মিলিয়ন ইউরো মূল্যের একটি আনুষ্ঠানিক প্রস্তাব জমা দিয়েছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৩৮২ কোটি ৮ লাখ ৩২ হাজার টাকারও বেশি।
ডি পলের সৌদির ক্লাবের সঙ্গে সম্ভাব্য চুক্তির খবর অনলাইনে আলোড়ন সৃষ্টি করেছে। উদিনেস থেকে ২০২১ সালে অ্যাটলেটিকোতে যোগদানের পর ক্লাবটির হয়ে খেলেছেন ৬৫ ম্যাচ। পাঁচ গোলের পাশাপাশি তার রয়েছে পাঁচ অ্যাসিস্ট। মাঠে নিজের কাজ ঠিকঠাক করার পাশাপাশি আক্রমণ তৈরিতে ডি পল সুনাম কুড়িয়েছেন।
আল আহলি ইতিমধ্যেই চলতি গ্রীষ্ম মৌসুমে তাদের তালিকায় ইউরোপ থেকে বেশ কিছু দাবি খেলোয়াড় দলে টেনেছে। তাদের মধ্যে রয়েছেন- রবের্তো ফিরমিনো, এডুয়ার্ড মেন্ডি, ফ্রাঙ্ক কেসি অ্যালান সেন্ট-ম্যাক্সিমিন। ভবিষ্যতে ডি পল যোগ দিলে তাদের স্কোয়াড আরও শক্তিশালী হবে।
