
আর কয়েকদিন পর থেকেই শুরু হতে যাচ্ছে এশিয়া কাপ। আর সেই এশিয়া কাপকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ দলের ক্রিকেটারা।আর এর মধ্যে ভক্তদের দারুণ সুখবর দিয়েছে তাসকিন আহমেদ। তৃতীয়বারের মতো কন্যা সন্তানের বাবা হলেন তিনি।তাসকিন রাবেয়া দম্পতির ঘরে এসেছে এক কন্যা সন্তান।
আহমেদ নিজেই বুধবার (২৩ আগস্ট) মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে বাবা হওয়ার খবর জানিয়েছেন।
তাসকিন তার পোস্টে লিখেন, ‘আসসালামু আলাইকুম, আজ রাত আনুমানিক ১ টা ৩০ মিনিটে আমি তৃতীয় সন্তানের (কন্যা) বাবা হয়েছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ তায়ালার অশেষ রহমতে মা ও মেয়ে দুজনেই সুস্থ আছেন। সবাই দোয়া করবেন।’
২০১৭ সালের ৩১ অক্টোবর দীর্ঘদিনের বান্ধবী সৈয়দ রাবেয়া নাঈমাকে বিয়ে করেন তাসকিন। এরপর ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর প্রথম সন্তানের বাবা হন তারকা পেসার। তার প্রথম সন্তানের নাম তাশফিন আহমেদ রিহান।
গত বছরের এপ্রিলে দ্বিতীয় সন্তানের বাবা হন তাসকিন। এবার তৃতীয় সন্তা
