
ইউএস মাস্টার্স টি টেন লীগে চারজার্সের বিপক্ষে ২২ রানে হেরেছে আটলান্ডা রাইডার্স। রাইডার্স এর হয়ে তৃতীয় নাম্বারে ব্যাটিংয়ে নেবে তেমন কিছু করতে পারেনি নাসির হোসেন। কিন্তু বল হাতে সফল হয়েছেন নাসির।দুই ওভার বল করে দুই উইকেট নিয়েছেন তিনি।
যদিও বল হাতে সফল হলেই তার দলকে জেতাতে পারিনি তার দলকে।
এই দিন টস জিতে ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট বিনিময়ে ১২৪ রান করেছে টেক্সাস।দলের হয়ে সবোচ্চ ৫৩ রান করেছে বেন ডাস্ক।
শেষ দিকে তেইশ বললে দারুন ইনিংস খেলে দলকে সম্মানজনক স্থানে এনে দেয় ড্যারেন স্টিভেন্স।আটলান্ডার হয়ে ১৭ রান খরচায় ২ উইকেট নেন নাসির।
এছাড়া এক ওভারে নয় রান দিয়ে এক উইকেট নেন ইলিয়াস সানি।দলটির হয়ে হারমিট সিং ও মোহাম্মদ ইরফান নেন একটি করে উইকেট।
১২৪ রান তারা করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে আটলান্ডা।শেষ পর্যন্ত নির্ধারিত ১০ ওভারে 102 রান তোলে দলটি। এই ম্যাচে নাসির হোসেন তিন নাম্বারে নেমে তেমন সুবিধা করতে পারেনি নাসির।
এদিকে ৭ নাম্বারে নাম মুক্তার আলী করেন ৪ বলে ২ রান করেন।শেষ থেকে দুই ছক্কা দুই চারে বিশ রান তোলেন ইলিয়াস সানি।
