
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী ক্রিকেটার তানজিদ হাসান তামিম। বয়সভিত্তিক ক্রিকেট থেকে উঠে আসা এই ক্রিকেটার প্রথমবারের মতো ডাক পেয়েছেন জাতীয় দলে। আসন্ন এশিয়া কাপে ১৭ সদস্যের দলে জায়গা করে নিয়েছেন বগুড়ার এই ক্রিকেটার। সর্বশেষ ইমার্জিং এশিয়া কাপে নজরকাড়া পারর্ফরম্যান্স করেছেন এই ওপেনার।
তানজিদ তামিমকে নিয়ে বেশ আশাবাদী বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। দেশ ছাড়ার আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে তামিমকে নিয়ে তিনি বলেন, ‘আমি তাকে নিয়ে অনেক আশাবাদী। শুধু আমি না পুরো দলই ওকে নিয়ে আশাবাদী যে ও অনেক ভালো খেলবে। এমন না যা এই দুই ম্যাচ বা চার ম্যাচে ভালো না করে তাহলে ও ভালো হতে পারবে না। আবার এমন না যে এই চার ম্যাচে ভালো করলেই ভালো প্লেয়ার হয়ে যাবে।’
সাকিব আরও বলেন, ‘সামনে অনেক সময় আছে। আমি যেটা আশা করবো ওর থেকে, ও যেভাবে পারফরম্যান্স করে আসছে যেখানেই খেলেছে এমন পারফরম্যান্সটাই যেন করে এবং উপভোগ করে যেন ড্রেসিং রুমের পরিবেশ। আমাদের যেটা দায়িত্ব ওকে যত বেশি কম্ফোর্টেবল ফিল করানো যায়। ও যেন সেটা ফিল করতে পারে।’
