Google search engine

দলের নেতৃত্ব না পাওয়া কিলিয়ান এমবাপের জোড়া গোলে জিতলো পিএসজি। মার্কো আসেনসিও গোলের লিড নেওয়া পিএসজি এমবাপের জোড়া গোলে ৩-১ ব্যবধানে হারিয়েছে লিসকে।

ফরাসি লিগ ওয়ানে চ্যাম্পিয়নরা পেয়েছে মৌসুমের প্রথম দেখা। আগের দুই ম্যাচে ‘ড্র’ করা পিএসজি তৃতীয় ম্যাচে এসে দেখলো জয়ের মুখ। নতুন মৌসুমের প্রথম দুই ম্যাচে জিততে পারেনি ফরাসি জায়ান্টরা।

পুরো ম্যাচেই আধিপত্য বিস্তা করে খেলেছে পিএসজি। ৬৬ শতাংশেরও বেশি সময় বল তাদের নিয়ন্ত্রণে ছিলো। প্রথমার্ধের এক গোলের সঙ্গে দ্বিতীয়ার্ধের দুই গোলে বড় লিড নেয় দলটি। তবে শেষ মুহূর্তে লিস একটি গোল শোধ দিলে ৩-১ গোলের জয়ে মাঠ ছাড়া চ্যাম্পিয়নরা।

ম্যাচের প্রথমার্ধের প্রায় পুরোটা সময় থেকে যায় গোল শুন্যে। প্রথমার্ধের শেষ মিনিটে মার্কো আসেনসিও’র গোলে পিএসজি লিড নেয় ১-০ ব্যবধানে। প্রথমার্ধের শেষ সময়ে গোল হজম করে তা আর শোধ দিতে পারেনি লিস। পিছিয়ে থেকে বিরতিতে যেতে হয় তাদেরকে।

বিরতির পরপরই জ্বলে উঠেন কিলিয়ান এমবাপে। ৫২তম মিনিটে দারুণ এক গোলে পিএসজিকে এগিয়ে দেন ২-০ ব্যবধানে। ম্যাচর বাকীটা সময় এই ব্যবধান ধরে রেখেই খেলে দুই দল। শেষ মিনিটে ফরাসি এই তারকা জোড়া গোল পূর্ণ করেন। ৯০তম মিনিটে তাই পিএসজি এগিয়ে যায় ৩-০ ব্যবধান।

যোগ করা সময়ে লিস ব্যবধান কমানোর সুযোগ পায়। অতিরিক্ত সময়ের ষষ্ঠ মিনিটে লিসের হয়ে শান্তনার একটি গোল করেন গুইলাভোগুই। তাতেই পিএসজির ৩-১ ব্যবধানের জয় নিশ্চিত হয়।

তিন ম্যাচে দুই ড্র’য়ের সঙ্গে এক জয়ে ৫ পয়েন্ট নিয়ে টেবিলের চারে আছে পিএসজি। সমান ম্যাচে দুই হার ও এক ড্র’য়ে টেবিলের ১৫ নম্বর দল লিস।

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here