Google search engine

আসন্ন এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করল আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। হাশমতউল্লাহ শাহিদির নেতৃত্বে শক্তিশালী দলই গড়েছে আফগানরা। আলোচিত লেগ স্পিনার নূর আহমেদসহ দলে আছেন বেশ কয়েকজন তরুণ ক্রিকেটার।

এশিয়া কাপের দল ঘোষণার নির্ধারিত সময় ছিল গত ১২ আগস্ট। সেই সময় পেরিয়ে আরও সপ্তাহ দুয়েক পর এবার দল ঘোষণা করল আফগানিস্তান। দেরিতে দল দেওয়ার মূল কারণ সদ্য সমাপ্ত পাকিস্তান সিরিজ। এই সিরিজের পারফরম্যান্স দেখেই এশিয়া কাপের স্কোয়াড গড়েছে এসিবি।

এশিয়া সেরার এই লড়াইয়ের আগে পাকিস্তানের বিপক্ষে ৩-০তে সিরিজ হারলেও মাঠের ক্রিকেটে ভালোই লড়াই করেছে আফগানিস্তান। বিশেষ করে প্রথম দুই ম্যাচে বাবর আজমদের চোখে চোখ রেখে লড়েছে তারা।

আফগানিস্তান স্কোয়াড: হাশমতউল্লাহ শাহিদি (অধিনায়ক), রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রিয়াজ হাসান, রহমত শাহ, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবি, ইকরাম আলীখিল, করিম জানাত, গুলবাদিন নায়েব, রশিদ খান, মুজিব উর রহমান, নূর আহমদ, শরিফউদ্দিন আশরাফ, ফজল হক ফারুকি, আবদুর রহমান , এস সাফি।

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here