Google search engine

এশিয়া কাপ খেলতে শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।

সোমবার (২৭ আগস্ট) দুপুর ১২টা ৫৫ মিনিটের একটি ফ্লাইটে তারা দেশ ত্যাগ করেন। শুধু অসুস্থতার কারণে যেতে পারেননি সহ-অধিনায়ক লিটন দাস। ভিসা জটিলতায় দলের সঙ্গে ফ্লাইটে জায়গা হয়নি তানজিম হাসান সাকিবেরও। তবে বাকিরা ছিলেন একসঙ্গে।

রওনা হওয়ার আগে সংবাদমাধ্যমের সামনে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তাসকিন আহমেদ। বিমানবন্দরে তিনি বলেছেন, ‘সামনে যেহেতু বিশ্বকাপও আছে, আমাদের লক্ষ্য, সবাই সেরা ক্রিকেটটা খেলে এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়া। এটা অসম্ভব কিছু না। সবাই দোয়া করবেন আমরা যেন সেরা ক্রিকেটটা খেলতে পারি।’

আজ বিমানবন্দরে নিজেদের লক্ষ্য জানাতে গিয়ে সাংবাদিকদের তাসকিন বলেন, ‘আমাদের মূল লক্ষ্য এশিয়া কাপের ফাইনাল খেলা। দলগত অর্জনই সবচেয়ে বড় অর্জন। যদি আমরা এশিয়া কাপের ফাইনালে যেতে পারি আমি ব্যক্তিগতভাবে অনেক খুশি হব। দলগতভাবে যেন ভালো ক্রিকেট খেলতে পারি।’

এর আগে বাংলাদেশ তিনবার এশিয়া কাপের ফাইনাল খেলেছে মনে করিয়ে দিতেই তাসকিন জানালেন এবার চ্যাম্পিয়ন হওয়াও সম্ভব।

তিনি বলেন, ‘চ্যাম্পিয়ন হওয়ার ইচ্ছে তো অবশ্যই আছে। মূল জিনিসটা হল ভালো ক্রিকেট খেলা। যেহেতু সামনে বিশ্বকাপও আছে। সবাই সবার সেরা ক্রিকেটটা খেলতে পারলে চ্যাম্পিয়ন হওয়াও সম্ভব। সবাই দোয়া কইরেন আমরা যেন সেরা ক্রিকেট খেলতে পারি।’

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here