Google search engine

চলমান ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) চালু হয়েছে লাল কার্ড দেখানোর নিয়ম। কোনো দল স্লো ওভাররেটে বল করলে ১৯তম ওভারে একজন ফিল্ডারকে হারাবেন লাল কার্ডের নিয়মে। আর সেই নিয়মে প্রথমবার মাঠ ছাড়তে হয়েছে সুনীল নারিনকে।

সিপিএলের ইতিহাসে প্রথম দল হিসেবে লাল কার্ড দেখল ত্রিনবাগো নাইট রাইডার্স। টুর্নামেন্টের প্রথম ক্রিকেটার হিসেবে লাল কার্ড দেখে মাঠের বাইরে চলে যেতে হয় নারিনকে। গত রাতে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের বিপক্ষে ম্যাচে নাইট রাইডার্স নির্ধারিত সময়ে ২০ ওভারের বোলিং কোটা পূর্ণ করতে পারেনি।

২০তম ওভার শুরুর আগে স্লো ওভার-রেটের দায়ে পড়ায় নাইট রাইডার্সের একজন ক্রিকেটারকে লাল-কার্ড দেখিয়ে মাঠের বাইরে বার করে দেন আম্পায়ার। এক্ষেত্রে দলের অধিনায়ককে ঠিক করতে হয় কে বাইরে যাবেন। দলটর অধিনায়ক কাইরন পোলার্ড শেষ ওভারে নারিনকে মাঠের বাইরে যেতে বলেন।

ম্যাচ শেষে স্লো ওভার-রেটের এমন শাস্তির নিয়মের সমালোচনা করেছেন নাইট রাইডার্স অধিনায়ক পোলার্ড। তিনি বলেন, ‘সত্যি বলতে কি, সবাই যে কঠোর পরিশ্রম করে, তা এতে মিলিয়ে যায়। আমরা দাবার ঘুঁটির মতো, আমাদের যা বলা হবে, তাই করব। আমরা যতটা দ্রুত পারি খেলব। তবে আপনাকে যদি এমন টুর্নামেন্টে ৩০ থেকে ৪৫ সেকেন্ডের জন্য শাস্তি দেওয়া হয়, তাহলে সেটি হাস্যকর হয়ে যায়।’

নারিনের লাল কার্ড দেখা ম্যাচে আগে ব্যাট করে ১৭৮ রান করে সেন্ট কিটস। রান তাড়ায় নিকোলাস পুরান ঝড়ে ৬ উইকেটের বড় জয় পায় নাইট রাইডার্স। শেষদিকে ব্যাট হাতে ঝড় তোলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন আন্দ্রে রাসেল ও কাইরন পোলার্ড।

১৬ বলে ৩৭ রান ৫ ছক্কা হাঁকিয়ে করেন অধিনায়ক পোলার্ড। রাসেল মাত্র ৮ বলে করেন ২৩ রান। তাঁর ইনিংসে ছিল ২ চার ও ২ ছক্কা। ৩২ বলে ৬১ রান করে ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন পুরান। তাঁর ইনিংসটি ছিল ৪ ছক্কা ও ৫ চারে। লাল কার্ড দেখে মাঠ ছাড়া নারিন বল হাতে ৪ ওভারে মাত্র ২৩ রান খরচ করে নেন ৩ উইকেট।

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here