Google search engine

ভারত বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন বাংলাদেশের পেসার এবাদত হোসেন। গত ৮ জুলাই আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডের সময় পা হড়কে পড়ে যান ডানহাতি পেসার। বাম পায়ের হাঁটুর চোটে বোলিং অসমাপ্ত রেখেই মাঠ ছাড়তে হয় তাকে।

তবে প্রাথমিক পর্যবেক্ষণের পর জানানো হয়েছিল এবাদতের সেই চোট গুরুতর নয়। যদিও আফগানদের বিপক্ষে শেষ ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে যান তিনি। এরপর এশিয়া কাপের দলে থাকলেও ছিটকে যান তিনি। ইংল্যান্ডের চিকিৎসক এবাদতের হাঁটুর অবস্থা পর্যবেক্ষণ করে অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন।

বুধবার নিজের ফেসবুকে এবাদত জানিয়েছেন তার অস্ত্রোপচারের কথা। জীবনে প্রথমবার অপারেশন থিয়েটারে যাওয়ার কথা উল্লেখ করে এবাদত সকলের দোয়া চেয়েছেন। এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক মিনহাজুল গণমাধ্যমকে জানান, ‘আজ এবাদতের অপারেশন হচ্ছে। এরপর রিহ্যাব আছে, সব মিলিয়ে সুস্থ হয়ে লম্বা সময় লাগতে পারে।’

বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরীও একই কথা বললেন, ‘অস্ত্রোপচার করানো পর আমরা তার পুনর্বাসন পরিকল্পনা করবো। সময় লাগবে এতোটুকু বলা যাচ্ছে। হাতে যে সময় আছে তাতে (বিশ্বকাপ নিয়ে) কিছু করার নেই।’

গত বছর আগস্টে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে এবাদতের অভিষেক। এরপর সব মিলিয়ে ১১ ইনিংসে বল করে ২২টি উইকেট নিয়েছেন তিনি। এশিয়া কাপ খেলতে যাওয়ার আগে এবাদতকে নিয়ে কোচ চন্ডিকা হাথুরুসিংহে বলেছিলেন, ‘এবাদত আমাদের ইমপ‌্যাক্ট বোলারের একজন। আমাদের যে পাঁচ ফাস্ট বোলার আছে তাদের মধ‌্যে দ্রুততম সে। শেষ কয়েকটি সিরিজ ভালো খেলেছে। তাকে হারানো বিরাট ক্ষতি।’

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here