
এশিয়া কাপ থেকে ছিটকে গেছেন লিটন৷ তার বদলি হিসেবে দলে নেওয়া হয়েছে এনামুল হক বিজয়কে৷ গত বুধবার এক বিবৃতিতে এমনটাই জানিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)৷
জ্বর থেকে পুরোপুরি সুস্থ না হওয়ায় এশিয়া কাপ দলে যোগ দিতে পারেননি লিটন৷ বিকল্প সাইফ হাসানও ডেঙ্গু পজিটিভ হওয়ায় বিপাকে পড়েছিল বিসিবি৷ পরবর্তীতে বিজয়কে পাঠানো হয় শ্রীলঙ্কা।
বিসিবির বিবৃতিতে পুরো এশিয়া কাপ থেকে লিটন ছিটকে যাওয়ার কথা জানানা হলেও ভিন্ন কথা বলছেন প্রধান নির্বাচক৷ বাংলাদেশ সুপার ফোরে উঠলে ও লিটন সুস্থ হলে পাঠানো হবে লঙ্কায়৷
মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ‘হয়তো কোথাও ভুল-বোঝাবুঝি হয়েছে। লিটন পুরো এশিয়া কাপ থেকে ছিটকে যায়নি। আমরা দু-এক দিনের মধ্যে লিটনের অবস্থা বুঝে বিষয়টি সবাইকে জানিয়ে দেব।
