Google search engine

আল নাসর ফরোয়ার্ড ক্রিশ্চিয়ানো রোনালদোকে নিয়েই ইউরো বাছাইয়ের দল ঘোষণা করলেন পর্তুগাল কোচ। চলতি মাসের ফিফা উইন্ডোতে ইউরো বাছাইয়ে দুই ম্যাচ খেলবে সাবেক ইউরোপ সেরারা। আগামী ৮ সেপ্টেম্বর স্লোভাকিয়া আর ১১ সেপ্টেম্বর লুক্সেমবার্গের মোকাবিলায় মাঠে নামবে রোনালদোরা।

আগামী বছরের জুনে জার্মানিতে বসবে ইউরোপ শ্রেষ্ঠত্বের লড়াই উয়েফা ইউরোপিয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপ। তার আগে টিকিট নিশ্চিত করতে বাছাই পর্বের ম্যাচে মাঠে নেমেছে ইউরোপের দলগুলো। ‘জে’ গ্রুপে থাকা পর্তুগাল ইতোমধ্যে খেলা ৪ ম্যাচের সবকটি জিতে শীর্ষে আছে।

কোচ রবার্তো মার্টিনেজের ঘোষিত দলে বয়স ৩৮ পেরিয়ে গেলেও পারফরম্যান্স বিবেচানায় আছেন রোনালদো। সাবেক এই রিয়াল মাদ্রিদ তারকা ছাড়াও দলে আছেন জোয়াও কানসেলো, ব্রুনো ফের্নান্দেস, জোয়াও ফেলিক্স, দিওগো জোটা ও গঞ্চালো রামোসরা।

পর্তুগাল স্কোয়াড-

গোলরক্ষক: দিয়াগো কস্তা, হোসে সা ও রুই প্যাট্রিসিও।

ডিফেন্ডার: দিয়াগো দালত, নেলসন সেমেদো, জোয়াও ক্যানসেলো, দানিলো পেরেইরা, রুবেন দিয়াস, আন্তোনিও সিলভা, গনকালো ইনাসিও ও টোটি।

মিডফিল্ডার: জোয়াও পালহিনহা, রুবেন নেভেস, ব্রুনো ফার্নান্দেজ, ওটাভিও, ভিতিনহা ও বার্নাদো সিলভা।

ফরোয়ার্ড: রিকার্ডো হোর্তা, রাফায়েল লেয়াও, জোয়াও ফেলিক্স, ক্রিশ্চিয়ানো রোনালদো, পেদ্রো নেটো, গঞ্চালো রামোস ও দিয়াগো জোটা।

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here