Google search engine

কাতার বিশ্বকাপ জয়ের পর আরেকটি বিশ্বকাপ মিশনে মাঠে নামছে আর্জেন্টিনা। ৮ সেপ্টেম্বর বাংলাদেশ সময় সকালে ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের প্রথম ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ ইকুয়েডর।

বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে হবে ম্যাচটি। সেই খেলা নিয়েই দর্শক–সমর্থকদের আগ্রহ এখন তুঙ্গে। মাত্র এক ঘণ্টার মধ্যে বিক্রি হয়ে গেছে ম্যাচের সব টিকিট।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস আর্জেন্টিনা–ইকুয়েডরের ম্যাচের টিকিট বিক্রি সরাসরি সম্প্রচার করেছে। সেখানে দেখা গেছে এ চিত্র। মনুমেন্তাল স্টেডিয়ামের আসনসংখ্যা ৮৪ হাজারের মতো। এ ম্যাচের জন্য টিকিটের সর্বনিম্ন দাম রাখা হয়েছে ৩১ ডলার এবং সর্বোচ্চ ২৫৫ ডলার।

গতকাল স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় বাছাইপর্বের ম্যাচটির টিকিট বিক্রি শুরু হয়। কিন্তু ৭টা বাজতেই জানা যায়, আর কোনো আসন খালি নেই। ধারণক্ষমতার সব টিকিট এই অল্প সময়ের মধ্যে বিক্রি হয়ে গেছে।

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here