
ফজল হক ফারুকী, মুজিব উর রহমান, রশিদ খান৷ শুরুতে যে নামগুলো আপনি দেখে নিলেন তাদের বিপক্ষেই খেলতে হবে বাংলাদেশ ব্যাটারদের৷
আফগান বোলিং ইউনিটে আরও অনেকেই রয়েছে৷ তবে প্রথম তিনজন বাংলাদেশকে হারিয়ে দিতেই যথেষ্ট৷
ফারুকীর পেস সামলাতে ভালোই সংগ্রাম করতে হয়েছিল তামিম ইকবালকে৷ টানা উইকেট তুলেছেন এই ড্যাশিং ব্যাটারের৷ এছাড়াও মুজিবের বোলিংয়ে শান্ত, সাকিবও করতে পারেননি সুবিধা৷ রশিদ খাঁন তো ভয়ঙ্কর শত্রু৷
আফগানিস্তানের বোলিং ইউনিট নিয়ে বাংলাদেশ কোচ বলেন, ‘আফগানিস্তানের বোলিং আক্রমণ পৃথিবীর অন্যতম সেরা। অবশ্যই এটা আমাদের জন্য কঠিন চ্যালেঞ্জ। তবে সম্প্রতি আমরা তাদের বিপক্ষে খেলেছি। ব্যাটাররা কিছু সাফল্যও পেয়েছে। এটা নির্ভর করছে নির্দিষ্ট দিনে ছেলেরা কীভাবে পারফর্ম করছে তার ওপর। আমরা ভালোভাবেই জানি কী চ্যালেঞ্জ নিতে হবে আমাদের।’
বাংলাদেশ ম্যাচ জিততে ভিন্ন পরিকল্পনা সাজাবে৷ একাদশে পরিবর্তনের সাথে ওপেনিংয়ে আসতে পারে দুই ডানহাতি৷ আর এক্ষেত্রে বিজয়ের সঙ্গী হতে পারেন মিরাজ৷
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: এনামুল হক বিজয়, মেহেদি হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, শামীম হোসেন পাটোয়ারী, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও হাসান মাহমুদ৷
