Google search engine

নিষিদ্ধ উপকরণ গ্রহণের দায়ে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে ইউভেন্তুসের ফরাসি মিডফিল্ডার পল পগবাকে। ডোপ টেস্টে পজিটিভ হওয়ায় সোমবার ইতালির জাতীয় অ্যান্টি-ডোপিং ট্রাইব্যুনাল এ শাস্তি দেয়।

গত ২০ আগস্ট ইতালিয়ান সেরি আয় নিজেদের প্রথম ম্যাচে উদিনেজেকে ৩-০ গোলে হারায় ইউভেন্তুস। ম্যাচের পর করা পরীক্ষায় পগবার দেহে প্রয়োজনীয় মাত্রার তুলনায় বেশী পরিমাণে টেস্টোস্টেরন হরমোন পাওয়া যায়, যা খেলোয়াড়দের কর্মক্ষমতা অনেক বাড়িয়ে দেয়।

উদিনেজের বিপক্ষে জয়ের ম্যাচে মাঠে নামেননি ৩০ বছর বয়সী পগবা। ইউভেন্তুস জানিয়েছে, পগবাকে সাময়িক বহিষ্কারের বিষয়টি তাদেরকে জানানো হয়েছে এবং তারা পরবর্তী পদক্ষেপের কথা চিন্তা করছে।

আপাতত দ্বিতীয় নমুনা পরীক্ষার ফলের জন্য অপেক্ষা করছেন পগবা। দোষ প্রমাণিত হলে দুই থেকে চার বছরের জন্য নিষিদ্ধ হতে পারেন এই ফরাসি মিডফিল্ডার।

ইতালিয়ান সংবাদ মাধ্যমে দেওয়া এক বিবৃতে পগবার এজেন্ট বলেন, “আমরা পাল্টা-বিশ্লেষণের ফলের জন্য অপেক্ষা করছি। ফল না পাওয়া পর্যন্ত কিছু বলতে পারব না।”

“একমাত্র সত্য এটাই যে নিয়ম ভাঙা পল পগবার কখনও উদ্দেশ্য ছিল না।”

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here