Google search engine

অবশেষে থামল শ্রীলঙ্কার জয়রথ। ভারতের কাছে আজ ৪১ রানে হেরেছে দাসুন শানাকার দল। লঙ্কানদের টানা ১৩ ওয়ানডে জয়ের রথ থামিয়ে দিয়েছে প্রতিযোগিতার রেকর্ড শিরোপাধারীরা ভারত। ভারত সুপার ফোর পর্বে টানা দুই জয়ে এশিয়া কাপের ফাইনালে উঠল। আগে ব্যাট করা ভারত ২১৪ রানের সহজ টার্গেট দিলেও কুলদীপ যাদবের নিয়ন্ত্রিত বোলিংয়ে জয় তুলে নিয়েছে। স্বাগতিকদের তারা অলআউট করেছে ১৭২ রানে।

শ্রীলঙ্কার এই হারে জটিল এক সমীকরণে টিকে থাকা বাংলাদেশের শেষ আশারও সমাপ্তি ঘটে। ভারতের বিপক্ষে বাংলাদেশের শেষ ম্যাচটি এখন কেবলই আনুষ্ঠানিকতার। আগামী বৃহস্পতিবার পাকিস্তান ও শ্রীলঙ্কার ম্যাচটি তৈরি হলো অলিখিত সেমি-ফাইনালে। সুপার ফোরে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে ফাইনাল নিশ্চিত করেছে ভারত। অন্যদিকে ২টি করে ম্যাচ খেলা শ্রীলঙ্কা ও পাকিস্তানের পয়েন্ট ২ করে। তারা যথাক্রমে টেবিলের দুই ও তিন নম্বরে আছে। টেবিলের তলানিতে থাকা বাংলাদেশের পয়েন্ট শূন্য। ফলে পাকিস্তান ও শ্রীলঙ্কা ম্যাচের জয়ী দল আগামী ১৭ সেপ্টেম্বর ফাইনালে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে ভারতের বিপক্ষে।

কলম্বোয় আগে ব্যাট করতে নেমে ৪৯.১ ওভারে ২১৩ রানে অলআউট হয় ভারত। জবাবে ৪১.৪ ওভারে শ্রীলঙ্কার ইনিংস শেষ হয়ে যায় ১৭২ রানে। ব্যাট হাতে শ্রীলঙ্কার ধনঞ্জয়া ডি সিলভা ৫ চারে ৪১ ও দুনিথ ওয়েলালাগে ৩ চার ও ১ ছক্কায় করেন অপরাজিত ৪২ রান। তার আগে বল হাতে ৫ উইকেট নেন তিনি। চারিথ আসালঙ্কার ব্যাট থেকে আসে ২২ রান। বল হাতে ভারতের কুলদীপ যাদব ৯.৩ ওভারে ৪৩ রানে নেন ৪ উইকেট। ২টি করে উইকেট নেন জাসপ্রিত বুমরাহ ও রবীন্দ্র জাদেজা।

এর আগে টসে জিতে ব্যাটিংয়ের সিন্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। তবে বিরাট কোহলি-শুমনা গিলদের ব্যর্থতায় ৪৯ ওভার ১ বলে ২১৩ রানে গুটিয়ে যায় তাদের ইনিংস। দলের পক্ষে অধিনায়ক রোহিত সর্বোচ্চ ৫৩ রান করেন। এছাড়া রাহুল ৩৯ ও ঈশান কিশান ৩৩ রান করেন। শ্রীলঙ্কার পক্ষে বাঁ-হাতি স্পিনার দুনিথ ওয়েল্লালাগে ৫ ইউকেট নেন। দল হারলেও লঙ্কান এই অলরাউন্ডার জিতেছেন ম্যাচ সেরার পুরষ্কার।

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here