
চলমান এশিয়া কাপের সুপার ফোরের শেষ ম্যাচ আজ৷ ভারতের বিপক্ষে নিয়মরক্ষার এই ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ৷ নিজেদের শেষ ম্যাচে মুশফিকুর রহিমের সার্ভিস পাচ্ছে না সাকিব বাহিনী৷
শ্রীলঙ্কা ম্যাচ শেষে দেশে ফিরেছিলেন মুশফিক৷ ভারত ম্যাচের আগে দলের সাথে যোগ দেওয়ার কথা ছিল৷ তবে সদ্য কন্যা সন্তানের বাবা হওয়া এই ক্রিকেটার পরিবারকে সময় দিতে ইচ্ছুক৷ ভারত ম্যাচে বাংলাদেশের হারানোর কিছু নেই বলে বিসিবিও রাজি হয়েছে৷
বুধবার এক বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, মুশফিক আমাদের জানিয়েছে, তার স্ত্রী এখনও সুস্থ হওয়ার প্রক্রিয়ায় আছে। সেজন্য তার স্ত্রী ও সন্তানের পাশে থাকা দরকার। আমরা তার বিষয়টি বুঝতে পারছি। সেজন্য তাকে শেষ ম্যাচ খেলানো থেকে বিরত রাখার সিদ্ধান্ত নিয়েছি।
ভারত ম্যাচে মুশফিকের জায়গায় খেলতে পারেন এনামুল হক বিজয়৷ লিটন থাকলেও বিশ্বকাপের আগে এসব ম্যাচে ঝুকি নিতে চাইবে না ম্যানেজম্যান্ট৷
