Google search engine

ফরাসি তারকা করিম বেনজেমা জেতালে আল ইত্তিহাদকে। সৌদীর প্রো লিগে আল ইত্তিহাদ হারিয়েছে আল আখদৌদকে। এই জয়ে আল ইত্তিহাদ প্রো লিগের শীর্ষ স্থানে উঠেছে।

ছয় ম্যাচ খেলা আল ইত্তিহাদ জিতেছে পাঁচ ম্যাচ। ১৫ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে অবস্থান করছে দলটি। তাদের পরেই দ্বিতীয় স্থানে আছে নেইমারদের আল হিলাল।

আখদৌদের বিপক্ষে ম্যাচে জেতার জন্য বেশ কষ্ট করতে হয়েছে ইত্তিহাদকে। বল দখলের লড়াইয়ে এগিয়ে থাকলেও গোলের দেখা পাচ্ছিলো না করিম বেনজেমারা। ম্যাচটির প্রথমার্ধে তাই আসেনি কোনো গোল। আক্রমণ-পাল্টা আক্রমণের পরও প্রথমার্ধ শেষ হয় গোল শুন্য সমতায়।

বিরতির পর খেলা শুরু হলে দুই দলই লিড নেওয়ার চেষ্টা করে। আল ইত্তিহাদ গোলের জন্য মরিয়া হয়ে উঠে। একের পর এক আক্রমণ করেও সাফল্য মিলছিলো। অবশেষে করিম বেনজেমা দলকে লিড এনে দেন। ৭২তম মিনিটে ম্যাচের একমাত্র জয় সূচক গোলটি করেন তিনি।

ম্যাচের বাকী সময়ে আখদৌদ আর গোল শোধ দিতে পারেনি। ইত্তিহাদও ব্যবধান বাড়াতে পারেনি। ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়তে হয় তাদেরকে।

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here