Google search engine

সাকিব-তৌহিদ হৃদয়-নাসুমের ব্যাটে ভারতকে চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিয়েছে ভারত। নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ২৬৫ রান করেছে বাংলাদেশ।

৪২তম ওভারে হৃদয় সপ্তম ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার সময় বাংলাদেশ পুরো ৫০ ওভার খেলতে পারবে কি না-বড় প্রশ্ন ছিল সেটিই। তখনো ২০০ পেরোয়নি তারা।

এরপর আবির্ভাব হলো ‘অপ্রত্যাশিত’ এক জুটির। নাসুম আহমেদ হয়ে উঠলেন ব্যাটসম্যান, মেহেদী হাসানের সঙ্গে তার জুটিতে উঠল ৪৫ রান। নাসুমের ৪৫ বলে ৪৪, মেহেদীর , তানজিমের ৮ বলে ১৪-আট, নয় ও দশ নম্বর ব্যাটসম্যানের অবদানে বাংলাদেশ গেল ২৬৫ রান পর্যন্ত।

ভারতকে থামানোর জন্য সেটি যে অনেক বড় স্কোর, তা হয়ত নয়। তবে নিশ্চিতভাবেই বোলারদের লড়াই করার মতো স্কোর এনে দিয়েছেন কার্যত বোলাররাই।

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here