Google search engine

শেষ দু্ই ওভারে ১৭ রান হলেই জিতে যায় ভারত। হাতে তখনো ৩ উইকেট। অক্ষর প্যাটেলের উরুতে কি একটা সমস্যা হওয়ায় ৪৯তম ওভারের আগে বেশ লম্বা বিরতি নিলেন ভারতের দুই ব্যাটসম্যান।

কিন্তু সেই বিরতি যেন উল্টো বাংলাদেশকেই আরও উজ্জীবিত করল! ৪৯তম ওভারের প্রথম বলে মোস্তাফিজুর রহমানের লো ফুলটসে ফ্লিক করে স্কয়ার লেগে মেহেদী হাসান মিরাজের ক্যাচ শার্দুল ঠাকুর। তৃতীয় বলে অক্ষর বাউন্ডারি পেলেও লং অফে ক্যাচ দেন পরের বলেই। মূলত তার বিদায়ে বাংলাদেশের জয় অনেকটা নিশ্চিত হয়ে যায়।

বাংলাদেশের বোলাররা আজ যে দাপট দেখালেন, তার শুরুটা যে রোহিতের উইকেট দিয়েই হয়েছে! বাংলাদেশের বোলারদের প্রশংসায় ভাসাতে রোহিত তাই কৃপণতা করেননি, ‘বাংলাদেশের বোলারদের কৃতিত্ব দিতেই হয়। আমরা যেভাবে খেলতে চেয়েছিলাম, শেষমেশ আমরা যে ওভাবে খেলতে পারিনি, সেটা ওদের জন্যই।’

তবে একইসঙ্গে রোহিত শুনিয়ে দিয়েছেন আজ ভারত একাদশে বেশ কিছু মূল খেলোয়াড়ের অনুপস্থিতির বিষয়টাও, ‘আমরা বেঞ্চে থাকা খেলোয়াড়দের খেলার সুযোগ করে দিতে চেয়েছি। যেসব খেলোয়াড়েরা বিশ্বকাপের স্কোয়াডে থাকবে। তবে তাই বলে আমরা যে আমাদের খেলার ধরণ আজকের জন্য বদলাতে চেয়েছি, তা নয়। অক্ষর দুর্দান্ত ব্যাটিং করেছে, নিজের মানসিকতা কত শক্ত সেটা দেখিয়েছে। কিন্তু কাজ শেষ করে আসতে পারেনি। গিলের সেঞ্চুরিটাও দুর্দান্ত ছিল। ও খুব ভালোভাবেই বোঝে দল ওর কাছ থেকে কী চায়, ওর নিজের কীভাবে খেলা উচিৎ।’

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here