Google search engine

এশিয়া কাপে নিজেদের শেষ ম্যাচে ভারতকে হারিয়েছে বাংলাদেশ। ২০১২ সালের পর থেকে ভারতের বিপক্ষে জয়বঞ্চিত ছিল লাল-সবুজের দল।

এবার রোহিত শর্মার দলকে হারানোর ম্যাচে রেকর্ড গড়েছেন বাংলাদেশের দলপতি সাকিব আল হাসান। দলের জয়ে ভূমিকা রেখে হয়েছেন ম্যাচসেরাও।

কঠিন ব্যাটিং কন্ডিশনে ১৩৩ বলে ১২১ রানের দারুণ ইনিংস খেলেও ম্যাচসেরার পুরস্কার পাননি ভারতীয় ব্যাটসম্যান শুভমান গিল। দলের সেরা পারফর্মার হিসেবে আসেন সংবাদ সম্মেলনে।

সংবাদ সম্মেলনে এসে শুভমান গিলও সাকিবের প্রশংসাই করলেন। গিল বলেন, সাকিব বাংলাদেশের হয়ে ভালো খেলেছে। সে-ই আমাদের কাছ থেকে ম্যাচটা ছিনিয়ে নিয়েছে।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় কলম্বোয় মুখোমুখি হয় বাংলাদেশ ও ভারত। ম্যাচটিতে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৬৫ রানের সংগ্রহ গড়ে টাইগাররা। জবাবে ৪৯.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৫৯ রান করে ভারত। তাতে ৬ রানে জয় পায় লাল-সবুজের দল।

দলের বিপর্যয়ে ব্যাট হাতে নেমে ৮৫ বলে ৮০ রানের আক্রমণাত্মক ইনিংস খেলেন সাকিব। আবার বল হাতেও ম্যাচ মোড় ঘুরিয়ে দেন তিনি। ১০ ওভারে ৪৩ রান দিয়ে ১ উইকেট নেন এ অলরাউন্ডার।

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here