Google search engine

২০২৪ সালের জানুয়ারি মাস থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশের সবচেয়ে ঘরোয়া আসর বিপিএল। সেই বিপিএলকে সামনে রেখে পেলার ড্রাফটের চূড়ান্ত দিনক্ষণ নির্ধারণ করেছে বিপিএলের গর্ভনিং কাউন্সিল। আগামী ২৪ সেপ্টেম্বর ঢাকার একটা হোটেল অনুষ্ঠিত হবে।

এরপর আগামী ৬ জানুয়ারি থেকে পর্দা উঠতে যাচ্ছে বিপিএলের যা পর্দা নামবে ১৭ ফেব্রুয়ারি।

এদিকে বিপিএলের দশম আসরকে সামনে রেখে ৭ ফ্র্যাঞ্চাইজির নাম চূড়ান্ত করেছে ক্রিকেট বোর্ড। এবার ঢাকা ফ্র্যাঞ্চাইজির নাম ‘দুর্দান্ত ঢাকা’। এর আগে, গত আসরে নতুন মালিকানায় ঢাকা ডমিনেটর্স নামে ঢাকা ফ্র্যাঞ্চাইজি আত্মপ্রকাশ করেছিল। এবার সেটি পরিবর্তন হয়ে ‘দুর্দান্ত ঢাকা’ হিসেবে দেখা যাবে।

গত আসরে খেলা ৬ দল এবারের আসরেও থাকছে। সেগুলো হলো— ফরচুন বরিশাল, খুলনা টাইগার্স, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও সিলেট স্ট্রাইকার্স। ইতোমধ্যে ফ্র্যাঞ্চাইজিগুলো দেশি-বিদেশী ক্রিকেটারদের রিটেইন ও সরাসরি চুক্তি পর্ব শুরু করেছে।

বিপিএলের জন্য চূড়ান্ত হওয়া প্রতিষ্ঠানগুলো হল:

বিপিএলের জন্য চূড়ান্ত হওয়া প্রতিষ্ঠানগুলো হল:

১. কুমিল্লা ভিক্টোরিয়ান্স

২. দুর্দান্ত ঢাকা

৩. রংপুর রাইডার্স

৪. ফরচুন বরিশাল

৫. খুলনা টাইগার্স

৬. চট্টগ্রাম চ্যালেঞ্জার্স

৭. সিলেট স্ট্রাইকার্স।

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here