
বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে এরইমধ্যে বাংলাদেশে চলে এসেছে নিউজিল্যান্ড দল।আগামী ২১ তারিখ থেকে শুরু হতে যাওয়া নিজেদের প্রথম ম্যাচ খেলতে ১৬ সেপ্টেম্বর রাতে ঢাকায় এসেছে সফরকারীরা।
আসন্ন বিশ্ব কাপকে সামনে রেখে এই সিরিজ অনেক গুরুত্ব দিবে বাংলাদেশকে।সে প্রস্তুতির জন্য শেষ সুযোগ মনে করে ঘরের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড । এশিয়া কাপের ব্যর্থ এর সিরিজে পূরন হবে বলে ধরা ধারনা করা হচ্ছে।
এদিকে, বাংলাদেশ সিরিজের জন্য দ্বিতীয় সারির দল দিয়েছে নিউজিল্যান্ড। ১৫ সদস্যের দলের নেতৃত্বভার দেয়া হয়েছে ফার্গুসনের কাঁধে।
এখন পর্যন্ত এক ম্যাচেও নিউজিল্যান্ডকে নেতৃত্ব দেননি তিনি। দলে নতুন মুখ ডিন ফক্সক্রফট। সেপ্টেম্বরের ২১ তারিখ মিরপুরে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড। দুদলের বাকি দুই ম্যাচ ২৩ এবং ২৬ সেপ্টেম্বর।
