
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লেয়ার্স ড্রাফটে সবচেয়ে বেশি দাম ধরা হয়েছে উইকেটকিপার ব্যাটার মুশফিকুর রহিমকে। তার পারিশ্রমিক দেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ, ৮০ লাখ।
আগামী রবিবার (২৪ সেপ্টেম্বর) হবে বিপিএলের দশম আসরের প্লেয়ার্স ড্রাফট। যেখানে ‘এ’ থেকে ‘জি’ মোট সাতটি ক্যাটাগরিতে রাখা হয়েছে ২০৩ জন ক্রিকেটারকে। ‘এ’ ক্যাটাগরির একমাত্র খেলোয়াড় মুশফিক।
‘বি’ ক্যাটাগরিতে পারিশ্রমিক ধরা হয়েছে ৫০ লাখ টাকা। এই ক্যাটাগরিতে আছেন চার জন ক্রিকেটার। তারা হলেন, আফিফ হোসেন ধ্রুব, এবাদত হোসেন, ইমরুল কায়েস ও রনি তালুকদার।
‘সি’ ক্যাটাগরিতে মোট খেলোয়াড় ১৮ জন। তাদের পারিশ্রমিক ৩০ লাখ। এই ক্যাটাগরিতে আছেন মুমিনুল হক, তাইজুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন, শামীম হোসেন পাটোয়ারি ও নাঈম শেখের মতো তারকারা।
তালিকার চতুর্থ ধাপ অর্থাৎ ‘ডি’ ক্যাটাগরিতে আছেন ৩১ ক্রিকেটার। এদের মধ্যে আছেন সৌম্য সরকার, মুক্তার আলি, তানজিদ হাসান তামিমের মতো খেলোয়াড়রা। তাদের পারিশ্রমিক ২০ লাখ টাকা।
‘ই’ ক্যাটাগরিতে আছেন সবচেয়ে বেশি, ৭৫ জন ক্রিকেটার। এই ক্যাটাগরির খেলোয়াড়রা পাবেন ১৫ লাখ টাকা। এর মধ্যে আছেন, পারভেজ হোসেন ইমন, সাব্বির রহমান, রিশাদ হোসেন, মোহাম্মদ আশরাফুল ও আমিনুল ইসলামের মতো তারকারা।
আর ‘এফ’ ক্যাটাগরিতে আছেন ২৯ জন ক্রিকেটার। তাদের পারিশ্রমিক ধরা হয়েছে ১০ লাখ টাকা। সবচেয়ে নিচের ক্যাটাগরিতে রাখা হয়েছেন ৪৫ জন ক্রিকেটারকে। তাদের পরিশ্রমিক ধরা হয়েছে ৫ লাখ টাকা।
