
বাংলাদেশের বিশ্বকাপ দলে নেই তামিম ইকবাল। গতকাল মঙ্গলবার আনুষ্ঠানিক ঘোষণায় তা জানিয়ে দিয়েছে বিসিবি। সাকিব আল হাসানকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করা হয়েছে। আগামী ৫ অক্টোবর থেকে শুরু হওয়া ওয়ানডে বিশ্বকাপ খেলতে আজ বুধবার বিকেল ৪টায় ভারতের উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ দল।
এদিকে তামিম বাংলাদেশের বিশ্বকাপ দলে না থাকায় নানা মহল থেকে সমালোচনা শুরু হয়েছে। দেশ সেরা এই ওপেনারের ভক্তরা বিষয়টি মেনে নিতে পারছেন না। যদিও বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা জানিয়েছেন, তামিমকে বাদ দেওয়া হয়নি। চোটের কারণে তিনি নিজে থেকেই বিশ্বকাপ দলে থাকতে চাননি।
এসব বিষয় নিয়ে অবশেষে মুখ খুলেছেন তামিম। তবে তিনি বিস্তারিত বলার জন্য কিছুটা সময় নিয়েছেন। আজ বাংলাদেশ দল ভারতের উদ্দেশে রওনা দেওয়ার পর এক ভিডিও বার্তায় সবকিছু পরিষ্কার করবেন তিনি।
তামিম নিজের অফিসিয়াল ফেসবুক পেজে এক স্ট্যাটাসে লিখেছেন, ‘আজকে বাংলাদেশ জাতীয় দল ভারতের উদ্দেশে রওনা দেওয়ার পর একটি ভিডিও বার্তার মাধ্যমে আমি সবাইকে বিগত কয়েক দিনের ঘটে যাওয়া ব্যাপারে কিছু কথা বলব। গত কয়েক দিন অনেক কথাই গণমাধ্যমগুলোতে এসেছে। আমি মনে করি বাংলাদেশ দলের এবং আমার ভক্ত – সমর্থক সবারই পরিষ্কারভাবে সব কিছু জানার অধিকার রাখে।’
