Google search engine

ঘোষণা করা হয়েছে ওয়ানডে বিশ্বকাপের জন্য বাংলাদেশের দল। চোটের কারণে নেই দেশ সেরা ওপেনার তামিম ইকবাল। তার জায়গায় দলে সুযোগ পেয়েছেন তানজিদ হাসান তামিম। অধিনায়ক সাকিব আল হাসানের সহকারী নাজমুল হোসেন শান্ত।

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে অধিনায়কত্বে অভিষেক হয়েছে শান্তর। বাঁহাতি এই ব্যাটার এর আগে ঘরোয়া ক্রিকেট ও বাংলাদেশ ‘এ’ দলকে নেতৃত্ব দিয়েছিলেন। এদিকে বিশ্বকাপে অংশ নেওয়া প্রিয় দল এবং সতীর্থদের জন‌্য শুভকামনা জানিয়েছেন সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা।

ফেসবুকে স্ট‌্যটাস দিয়ে মাশরাফী লিখেছেন, ‘স্বপ্ন জয় করে আসো বন্ধুরা। তোমাদের প্রতি রইলো পূর্ন সমর্থন এবং অফুরন্ত ভালোবাসা।’ বিশ্বকাপে বাংলাদেশের পথ চলা শুরু হবে ৭ অক্টোবর। ধর্মশালায় বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান। একই মাঠে তিনদিন পর ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।

এর আগে গোয়াহাটিতে দু’টি প্রস্তুতি ম্যাচ খেলবে সাকিব আল হাসানের দল। বিশ্বকাপে অংশ নিতে বুধবার ভারতে রওয়ানা হবে টাইগাররা। সেখানে একদিনের প্রস্তুতি সারবে তারা। এরপরই মাঠের লড়াইয়ে অংশ নেবে সাকিব-মুশফিকরা। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।

বাংলাদেশের বিশ্বকাপ দল- সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত (সহ অধিনায়ক), তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম, নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান, তানজিদ হাসান তামিম, তানজিম হাসান সাকিব ও মাহমুদউল্লাহ রিয়াদ।

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here