Google search engine

কেন্দ্রীয় চুক্তি নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে ক্রিকেটারদের দ্বন্দ্বের অবসান হয়েছে। আগামী তিন বছরের জন্য কেন্দ্রীয় চুক্তি ঘোষণা করেছে পিসিবি। ২০২৩ থেকে ২০২৬ সালের মাঝামাঝি পর্যন্ত চুক্তিতে চারটি ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন ২৫ জন ক্রিকেটার। প্রতিটি ক্যাটাগরিতে বেড়েছে বেতন।

কেন্দ্রীয় চুক্তির তালিকায় ‘এ’ ক্যাটাগরিতে আছেন অধিনায়ক বাবর আজম, উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ান ও ফাস্ট বোলার শাহীন শাহ আফ্রিদি। এই ক্যাটাগরিতে প্রতি মাসে আগের চেয়ে ২০২ শতাংশ বেতন বেশি পাবেন ক্রিকেটাররা।

‘বি’ ক্যাটাগরিতে আছেন ছয়জন ক্রিকেটার। তারা হলেন শাদাব খান, ফখর জামান, ইমাম উল হক, মোহাম্মদ নাওয়াজ, হারিস রউফ ও নাসিম শাহ। এই ক্যাটাগরিতে প্রতি মাসে ১৪৪ শতাংশ বেতন বাড়িয়েছে পিসিবি।

এরপর ‘সি’ ক্যাটাগরিতে আছেন দুজন ক্রিকেটার। তারা হলেন ইমাদ ওয়াসিম এবং আব্দুল্লাহ শফিক। এই ক্যাটাগরিতে প্রতি মাসে ১৩৫ শতাংশ বেতন বেশি পাবেন ক্রিকেটাররা।

সবশেষে ‘ডি’ ক্যাটাগরিতে আছেন ১৪ জন। তারা হলেন সরফরাজ আহমেদ, মোহাম্মদ হারিস, শান মাসুদ, সায়েম আইয়ুব, সৌদ শাকিল, ইফতেখার আহমেদ, হাসান আলী, ফাহিম আশরাফ, মোহাম্মদ ওয়াসিম, জামান খান, ইহসানউল্লাহ, শাহনেওয়াজ দাহানি, সালমান আঘা এবং উসামা মীর।

এছাড়া ক্রিকেটারদের ম্যাচ ফি’ও বাড়িয়েছে পিসিবি। টেস্টে ৫০ শতাংশ, ওয়ানডেতে ২৫ শতাংশ এবং টি-টোয়েন্টিতে ১২.৫ শতাংশ ম্যাচ ফি বাড়িয়েছে পাকিস্তান ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here