Google search engine

বিশ্বকাপের আগে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। আগে ব্যাটিংয়ে নামা শ্রীলঙ্কা দারুণ শুরু পেয়েছিল। তবে বাংলাদেশের বোলারদের দুর্দান্ত বোলিংয়ে বড় সংগ্রহ গড়তে পারেনি শ্রীলঙ্কা। ১৪ ওভারের মধ্যে ১০৩ তুলে নেয়া শ্রীলঙ্কা থেমেছে ৯ উইকেট হারিয়ে ২৬৩ রান করে।

এই ম্যাচে খেলছেন না বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। অনুশীলনে ফুটবল খেলতে গিয়ে চোটে পড়েছেন তিনি। বাংলাদেশ বিশ্রাম দিয়েছে দুই পেসার মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলামকে। টসে জিতে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের বোলারদের ওপর ঝড় বইয়ে দিয়েছেন লঙ্কান দুই ওপেনার পাথুম নিশাঙ্কা ও কুশাল পেরেরা।

এর মধ্যে এই দুজনে নাসুমের এক ওভারে তিন চারে নিয়েছেন ১৪ রান। যদিও খানিক বাদেই কাঁধে অস্বস্তি বোধ করায় রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন লঙ্কান ওপেনার পেরেরা। মাঠ ছাড়ার আগে তার ব্যাট থেকে আসে ২৪ বলে ৩৪ রান।

এরপর নিশাঙ্কাকে সঙ্গ দিতে আসেন কুশাল মেন্ডিস। এই দুজনে মিলে ১৪ ওভারেই দলীয় একশো পূরণ করে শ্রীলঙ্কা। হাসান মাহমুদের করা ইনিংসের ১৪তম ওভারে লঙ্কান এই দুই ব্যাটার নিয়েছেন ১৯ রান। এর মধ্যে ছিল তিনটি চার ও একটি ছক্কার মার।

কুশাল মেন্ডিসকে ফিরিয়ে বাংলাদেশকে প্রথম উইকেটের স্বাদ এনে দিয়েছেন নাসুম আহমেদ। এই স্পিনারের করা ফুলার লেন্থের ডেলিভারিতে টপ এজ হয়ে নাজমুল হোসেন শান্তকে মিড উইকেটে ক্যাচ দিয়ে ফিরেছেন ১৯ বলে ২২ রান করা কুশাল।

নতুন ব্যাটার সাদিরা সামারাবিক্রমাকে উইকেটে থিতু হতে দেননি শেখ মেহেদী। তার বলে উড়িয়ে মারতে গিয়ে লং অনে শান্তর দারুণ ক্যাচে ফিরেছেন ২ রান করা এই লঙ্কান ব্যাটার। এরপর ধনঞ্জয়া ডি সিলভাকে নিয়ে ৫২ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন নিশাঙ্কা।

এই লঙ্কান ব্যাটারকেও সাজঘরে ফিরিয়েছেন মেহেদী। তার করা ফুলার ল্যান্থের ডেলিভারিতে স্কয়ার লেগ দিয়ে উড়িয়ে মারতে চেয়েছিলেন নিশাঙ্কা। যদিও ব্যাটে-বলে করতে পারেননি তিনি। লং অনে দাঁড়িয়ে সেই ক্যাচ লুফে নিয়েছেন শান্ত।

এই স্পিনারের করা অফ স্টাম্পের বাইরের টসড আপ ডেলিভারিতে ড্রাইভ করতে চেয়েছিলেন চারিথা আসালাঙ্কা। তবে ঠিকমতো ব্যাটে বলে করতে না পারায় বল চলে যায় শর্ট কাভারে। সেখানে সহজ ক্যাচ নিয়েছেন মেহেদী হাসান মিরাজ।

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here