
অধিনায়ক টেম্বা বাভুমাকে প্রস্তুতি ম্যাচে পাচ্ছে না দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপের আগে আফগানিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে প্রোটিয়ারা। তবে এই সময়ে পারিবারিক কারণে দেশে ফিরেছেন প্রোটিয়া অধিনায়ক।
শুক্রবার দুপুর আড়াইটায় তিরুবনন্তপুরমে আফগানদের বিপক্ষে মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা। একই মাঠে তারা পরের ম্যাচ খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে। ম্যাচ শুরুর সময়ও একই। এই দুই ম্যাচে বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দেবেন এইডেন মার্করাম।
বিশ্বকাপের মূল পর্বে দক্ষিণ আফ্রিকা তাদের প্রথম ম্যাচ খেলবে ৭ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে। সেই ম্যাচে দলে যোগ দেবেন প্রোটিয়া অধিনায়ক বাভুমা। এদিকে চোটের কারণে এই বিশ্বকাপে সেরা দলটা পাচ্ছে না প্রোটিয়ারা। বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন আনরিখ নরকিয়া-সিসান্দা মাগালার মতো তারকা।
দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ দল- টেম্বা বাভুমা (অধিনায়ক), জেরাল্ড কোয়েটজি, কুইন্টন ডি কক, রেজা হেনড্রিকস, মার্কো ইয়ানসেন, হেইনরিখ ক্লাসেন, আন্দিল ফেলুকওয়ায়ো, কেশব মহারাজ, এইডেন মার্করাম, লুঙ্গি এনগিদি, ডেভিড মিলার, লিজাড উইলিয়ামস, কাগিসো রাবাদা, তাবরাইজ শামসি ও রাসি ফন ডার ডুসেন।
