Google search engine

আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর থেকে আমরা আর মাত্র পাঁচ দিন দূরে। আগামী ৫ অক্টোবর শুরু হতে যাচ্ছে এই আসর তবে ৭ অক্টোবর বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ হবে আফগানিস্তানের বিপক্ষে। বিশ্বকাপে অংশ নিতে বুধবার (২৭ সেপ্টেম্বর) ভারতে যাবে বাংলাদেশ জাতীয় দল।

টুর্নামেন্টের মূল কাজ শুরুর আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে সাকিব বাহিনী। গতকাল প্রথম ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ দল। সেখানে তাড়া সাত উইকেটে জিতেছিল। এরপর ২ অক্টোবর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডের মুখোমুখি হবে তারা।

এদিকে বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড নিয়ে চলছে তুমুল সমালোচনা। বিশেষ করে সাবেক অধিনায়ক ও দেশের সেরা ওপেনার তামিম ইকবালকে বিশ্বকাপের দলে রাখা হয়নি। ভারতে দেশ ছাড়ার আগে টেলিভিশনে সাক্ষাৎকার দেন সাকিব। তাতেই উত্তেজনা শুরু হয়। এই সমস্যা সমাধানে একটি ভিডিও বার্তাও দিয়েছেন মোশাররফ।

অন্যদিকে তারকা রুবেল হোসেন দীর্ঘদিন জাতীয় দলে অনুপস্থিত। অনেক দিন ধরেই নিজেকে খুঁজছেন তিনি। তিনি সর্বশেষ জাতীয় দলের জার্সিতে ২০২১ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলেছিলেন। এরপর বিভিন্ন সময়ে জাতীয় দলে থাকলেও জাতীয় দলের জার্সিতে দেখা যায়নি তাকে।

জাতীয় দলে না থাকলেও সতীর্থদের সমর্থক করতে বিশ্বকাপের দেশ ভারত যাবেন এ পেসরা। নিজের ব্যক্তিগত ফেসবুকে এক স্ট্যাটাসে এমনটাই জানিয়েছেন রুবেল। রুবেল তার স্ট্যাটাসে লেখেন, এবার বিশ্বকাপে বাংলাদেশের খেলা দেখতে যাব ইন্ডিয়াতে। চলো বাংলাদেশ ।

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here