
ভারত বিশ্বকাপে বাংলাদেশের লড়াই শুরু হবে ৭ অক্টোবর থেকে। প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে খেলবে সাকিব আল হাসানের দল। এর আগে বিশ্বকাপে অংশ নিতে ২৭ সেপ্টেম্বর দেশ ছাড়ে টাইগাররা। বর্তমানে প্রস্তুতি ম্যাচ খেলতে ভারতের গোয়াহাটিতে অবস্থান করা বাংলাদেশকে নিয়ে প্রত্যাশার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মার্কিন গণমাধ্যম ভয়েস অব আমেরিকাকে দেয়া এক সাক্ষাৎকারে বিশ্বকাপ প্রসঙ্গে প্রত্যাশার কথা জানাতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা সবসময় আশা করি বিশ্বকাপে ভালো খেলা দেখাতে পারব। আমার সঙ্গে সবসময় ওদের (ক্রিকেটারদের) যোগাযোগ থাকে। আসার আগেও (যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে) আমি কথা বললাম। খেলোয়াড়দের সঙ্গেও কথা বলি, যারা অরগানাইজার তাদের সঙ্গেও কথা বলি। আমি সবসময় খেয়াল রাখি।’
এদিকে অধিনায়ক সাকিব সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রসঙ্গে বলেছেন, ‘শুধু আমাকে না, আমাদের পুরো দলকেই উনি অনেক অনুপ্রাণিত করে। দেশের প্রধানমন্ত্রী যখন একটা জিনিসের ব্যাপারে আপনার আগ্রহ দেখাবে, স্বাভাবিকভাবেই এই জায়গাতে সবারই আগ্রহটা অনেক বেড়ে যায়। শুধু ভালো সময়ে না, খারাপ সময়েও অনেক বেশি খোঁজ-খবর রাখে। যেটা হয়তো বাইরের মানুষরা জানতে পারে না। কিন্তু আমরা এটা খুব ভালোভাবেই জানি।’
