
ক্রিস্টিয়ানো রোনালদো গোল করে জেতালেন আল নাসরকে। সৌদীর প্রো লিগে রাতের ম্যাচে আল নাসর হারিয়েছে আল তাইকে। সমতায় থাকা ম্যাচে শেষ মুহূর্তে গোল করে দলকে জেতান সিআর সেভেন।
তালিসাকা-রোনালদোর গোলে নাসর ২-১ ব্যবধানে হারিয়েছে তাইকে। প্রথমার্ধে এগিয়ে যাওয়া নাসর লিড নিয়ে বিরতিতে যায়। তবে বিরতির পর আল তাই ম্যাচে ফেরে। সমতায় থাকা ম্যাচের শেষ দিকে পেনাল্টি থেকে গোল করে সিআর সেভেন দলের জয় নিশ্চিত করেন।
ম্যাচে দুই দল প্রায় সমানে সমান লড়াই করে। তবে আল নাসর আক্রমণে কিছুটা এগিয়ে ছিলো। প্রথমার্ধের ৩২তম মিনিটে তালিসাকার গোলে ১-০ এগিয়ে যায় রোনালদোরা। এগিয়ে থেকেই বিরতিতে যায় দলটি।
বিরতির পর দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে উঠে আল তাই। ৭৯তম মিনিটে মিসিদজানের গোলে সমতায়ও ফেরে দলটি। স্কোর লাইন হয়ে যায় ১-১। তবে এরপরই ভুল করে বসে তাই। নিজেদের সীমানায় ফাউল করে পেনাল্টি উপহার দেয় নাসরকে। ৮৭তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে ২-১ ব্যবধানে দলে জয় নিশ্চিত করেন পর্তুগিজ তারকা।
