Google search engine

ধারাবাহিকভাবে ৯ ম্যাচে গোল করে মার্কিন ক্লাবটিকে জয় এনে দিয়েছেন এলএমটেন। কিন্তু এবার দলের এই বড় তারকাকে ছাড়া অসহায় হয়ে পড়েছে ক্লাবটি। রোববার (১ অক্টোবর) ভোর সাড় ৫টায় ডিআরভি পিএনকে স্টেডিয়ামে মুখোমুখি হয় ইন্টার মায়ামি ও নিউইয়র্ক সিটি। ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। এ নিয়ে গত ৩ ম্যাচে মেসিকে ছাড়া মাঠে নেমে জয় বঞ্চিত হলো মেসির দল মায়ামি।

মেসিকে ছাড়া খেলতে নেমে গত ১৭ সেপ্টেম্বর ৫-২ গোলের বড় হার দেখেছে মায়ামি। ক্লাবটিতে মেসি যোগ দেয়ার পরে এটিই দলটির প্রথম হার। এরপরে ইউএস ওপেন কাপের ফাইনালেও মেসিকে ছাড়া খেলতে নেমে শিরোপা বঞ্চিত হয়েছে মায়ামি। এবার লিগের ম্যাচেও জয় বঞ্চিত সুপারস্টারের দল।

 

নিউইয়র্ক সিটির বিপক্ষে হারতেই বসেছিল মায়ামি। তবে অতিরিক্ত সময়ে গিয়ে জমে উঠে ম্যাচ। যোগ করা সময়ের ৫ মিনিটে গোল করে ম্যাচে সমতা ফেরায় মেসিহীন মায়ামি। অবশ্য ম্যাচটিতে জয়ও পেতে পারত দলটি। শেষ বাঁশির বাজার আগ মুহূর্তে গোলাপি জার্সিধারীদের একটি শট গোলপোস্টে লেগে ফিরে আসে। তাতে ম্যাচটি শেষ পর্যন্ত ১-১ গোলের ড্রয়ে শেষ হয়।

 

এই ম্যাচ থেকে ইন্টার মায়ামি ১ পয়েন্ট পেলেও প্লে-অফ খেলার পথটা কঠিনই থেকে গেল। দলটি ৩০ ম্যাচ শেষে ৯ জয়, ৬ ড্র এবং ১৫ হারে ৩৩ পয়েন্ট নিয়ে তালিকার ১৩ নম্বরে রয়েছে। প্লে-অফ খেলতে হলে শেষ চার ম্যাচে জয়ের বিকল্প নেই।

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here