
বরাবরের মতোই ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ব্যাটিংটা ভালো হয়নি। গৌহাটিতে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে তানজিদ তামিম ও মেহেদী মিরাজের ব্যাটে ভর করে ৩৭ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ১৮৮ রান সংগ্রহ করতে পারে বাংলাদেশ। বৃষ্টি আইনে সেই লক্ষ্যটা অবশ্য ইংল্যান্ডের জন্য হয়ে দাঁড়ায় ১৯৭ রানে। সেই লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকে আগ্রাসী ব্যাট করতে থাকে ইংল্যান্ড।
ইংল্যান্ড ব্যাটারদের ইটের জবাবে টাইগার পেসাররাও দিয়েছেন পাটকেল দিয়ে জবাব। ইনিংসের শুরুতেই মুস্তাফিজ তুলে নেন ডেভিড মালানকে। এরপর আক্রমণাত্মক মেজাজে জনি বেয়ারেস্টো দ্রুত তুলতে থাকেন রান। তাকেও অবশ্য ফেরান মুস্তাফিজ। এরপর শরিফুল-তাসকিনরাও লড়াই চালান বেশ। তবে জস বাটলার, মঈন আলিদের ব্যাটে চড়ে। ৭৭ বলও ৪ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় ইংল্যান্ড।
