Google search engine

দরজায় কড়া নাড়ছে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। এই বিশাল আয়োজনের আলোকে আইসিসি দল ঘোষণার সময় ২৭ সেপ্টেম্বর নির্ধারণ করেছিল। ১০টি অংশগ্রহণকারী দল অনেক আলোচনা ও বিশ্লেষণের পর বিশ্বকাপের জন্য ১৫ জন ক্রিকেটার বাছাই করে নিয়েছে। তবে ইনজুরিসহ নানা কারণে আইসিসির গুরুত্বপূর্ণ এই আসরে দলে জায়গা করে নিতে পারেননি অনেক তারকা ক্রিকেটার।

এবারের বিশ্বকাপে খেলবেন না এমন পাঁচ তারকা ক্রিকেটারের তালিকা করেছে কাতারভিত্তিক মিডিয়া চ্যানেল আল জাজিরা। মধ্যপ্রাচ্যের গণমাধ্যমে এই পাঁচ ক্রিকেটারের তালিকায় রয়েছেন বাংলাদেশ ওয়ানডে দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। ২৬ সেপ্টেম্বর বিশ্বকাপের আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘোষিত ১৫ সদস্যের দলে জায়গা পাননি এই ড্যাশিং ওপেনার।

তামিম ছাড়াও এই তালিকায় বাকি চার ক্রিকেটার হলেন শ্রীলঙ্কার ওয়ানেন্দু হাসারাঙ্গা, পাকিস্তানের নাসিম শাহ, ইংল্যান্ডের জেসন রয় এবং নিউজিল্যান্ডের মাইকেল ব্রেসওয়েল। আগস্টে শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) বাছাইপর্বের সময় গ্রেড ৩ হ্যামস্ট্রিং ইনজুরির পরে হাসারাঙ্গা বিশ্বকাপ থেকে ছিটকে যান। একই কারণে এশিয়া কাপে খেলা হয়নি লঙ্কান অলরাউন্ডারের।

এদিকে এশিয়া কাপে চোটে পড়ায় শেষ পর্যন্ত বিশ্বকাপ খেলা হচ্ছে না নাসিমের। আর রয় ইংল্যান্ডের প্রাথমিক দলে থাকলেও চূড়ান্ত দলে জায়গা পাননি। রয়ের পরিবর্তে ডাক পেয়েছেন হ্যারি ব্রুক। চোটে পড়ে বিশ্বকাপ খেলা হচ্ছে না মাইকেল ব্রেসওয়েলেরও। গেল জুনে ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলতে গিয়ে গোড়ালির চোটে পড়েন এই অফস্পিনিং অলরাউন্ডার।

আল জাজিরার তালিকায় বিশ্বকাপে না খেলা পাঁচ তারকা ক্রিকেটার:

১। তামিম ইকবাল (বাংলাদেশ)

২। ওয়ানিন্দু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা)

৩। নাসিম শাহ (পাকিস্তান)

৪। জেসন রয় (ইংল্যান্ড)

৫। মাইকেল ব্রেসওয়েল (নিউজিল্যান্ড)

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here