Google search engine

হিলালের হয়ে মাঠে নেমে নিজের সেরাটা দিতে পারছিলেন না ব্রাজিলিয়ান এই তারকা। এরপর নেইমারকে নিয়ে শুরু হয় নানা সমালোচনা। এবার সেই সমালোচকদের মুখ বন্ধ করলেন তিনি। মঙ্গলবার (৩ অক্টোবর) এএফসি চ্যাম্পিয়ন্স লিগে আল-হিলালের হয়ে প্রথম গোলের দেখা পেলেন নেইমার। সঙ্গে তার দলও জিতেছে সহজেই।

মঙ্গলবার এএফসি চ্যাম্পিয়ন্স লিগে ইরানের ক্লাব নাসাজি মাজানদারানের বিপক্ষে মাঠে নেমেছিল নেইমারের দল আল-হিলাল। অ্যাওয়ে ম্যাচটি আল-হিলাল জয় পেয়েছে ৩-০ গোলে। আল-হিলালের হয়ে গোল করেছেন আলেকসান্ডার মিত্রোভিচ, নেইমার জুনিয়র এবং সালেহ আল-শেহরি। এএফসি চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে নাভবাহোরের বিপক্ষে ১-১ গোলে দর করেছিল আল-হিলাল।

ম্যাচের ১৮ মিনিটেই লিড পেয়ে যায় আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকা আল-হিলাল। মোহাম্মদ আল বুরায়েকের বাড়ানো বলে জাল খুঁজে নেন মিত্রোভিচ। এই ১-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় আল হিলাল।

এরপর দ্বিতীয়ার্ধে একইভাবে দাপট ধরে রাখে সৌদি ক্লাবটি। সেই ধারাবাহিকতায় ৫৮ মিনিটে বাঁ পায়ের জোরালো শটে কাঙ্ক্ষিত গোল পেয়ে যান নেইমার। ম্যাচটি ২-০ তেই শেষ হতে যাচ্ছিল, তবে নির্ধারিত সময়ের পর অতিরিক্ত তৃতীয় মিনিটে আল হিলালের হয়ে ব্যবধান বাড়িয়ে দেন সালেহ আল-শেহরি।

দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে ‘ডি’ গ্রুপের দ্বিতীয় স্থানে অবস্থান করছে আল-হিলাল। সমান পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে নাভবাহোর।

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here