
শঙ্কা ছিল আগে থেকেই। শেষ পর্যন্ত সেটাই সত্যি হলো। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে টিম সাউদিকে পাচ্ছে না নিউজিল্যান্ড। শিরোপাধারী ইংল্যান্ডের বিপক্ষে অভিজ্ঞ এই পেসারকে ছাড়াই লড়তে হবে কিউইদের।
আহমেদাবাদে দুই দলের ম্যাচ দিয়ে আগামীকাল পর্দা উঠবে ওয়ানডে বিশ্বকাপের ত্রয়োদশ আসরের। এই ম্যাচে নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসনকে পাবে না নিউজিল্যান্ড আগে থেকেই নিশ্চিত ছিল। এবার সাউদিকেও হারাল তারা।
