
আজ ৫ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে ক্রিকেটের সবচেয়ে বড় উৎসব ‘ ক্রিকেট বিশ্বকাপ ‘। ১০ দলের এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হচ্ছে ভারতে। বিশ্বকাপের এই উদ্বোধনী প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড এবং রানার আপ দল নিউজিল্যান্ড।
আহমেদাবাদে দুপুর ২:৩০ টায় মুখোমুখি হবে দু’দল,সেই সাথে গেলো বিশ্বকাপের সুপার ওভারের স্মৃতিটাও সবার মনে ফিরে এসেছে। সুপার ওভারের জমজমাট লড়াইয়ে সে ম্যাচ জিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলো ইংল্যান্ড দল।
বর্তমানে দুর্দান্ত ফর্মে রয়েছে ইংল্যান্ড দল ; সর্বশেষ ৪ ম্যাচের ৪টির মধ্যেই জয় পেয়েছে তারা,বাকি একটিতে ‘নো
রেজাল্ট’।
অন্যদিকে সর্বশেষ ৪ ম্যাচের মাত্র ১টি ম্যাচে জয় পেয়েছে নিউজিল্যান্ড দল,দুটিতে হার এবং একটির ‘ নো রেজাল্ট ‘।
সেই হিসেবে বলা চলে,দুদলের মধ্যকার এই লড়াইয়ের ম্যাচে এগিয়ে থাকবে ইংল্যান্ড দলই।
উদ্বোধনী এই ম্যাচে খেলতে পারবেন না নিউজিল্যান্ড দলের অন্যতম দুই ভরসা উইলিয়ামসন এবং সাউদি।
