Google search engine

২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা করল আর্জেন্টিনা। চলতি মাসে পরবর্তী দুই বাছাইয়ের ম্যাচ খেলবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। ঘোষিত দলে লিওনেল মেসি থাকলেও নাম নেই আনহেল ডি মারিয়ার। মূলত চোটের কারণে বিশ্রাম দেওয়া হয়েছে অভিজ্ঞ এই ফুটবলারকে। এদিকে চোট শঙ্কা থাকলেও দলে আছেন অধিনায়ক মেসি।

আগামী ১২ অক্টোবর প্যারাগুয়ে ও ১৭ অক্টোবর পেরুর বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলবে আর্জেন্টিনা। আসন্ন দুই ম্যাচের জন্য কোচ লিওনেল স্কালোনির ঘোষিত দলে ফিরেছেন পাউলো দিবালা, মার্কোস আকুইনা, লুকাস ওকাম্পোসের মতো ফুটবলাররা। তবে ডান পায়ে অস্ত্রোপচারের কারণে ছিটকে গেছেন ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজ।

গত মাসে শুরু হওয়া দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে দুই ম্যাচ খেলে আর্জেন্টিনা। সেপ্টেম্বরে প্রথম ম্যাচে আলবেসেলিস্তেরা মেসির একমাত্র গোলে ইকুয়েডরকে হারায় ১-০ গোলে। দ্বিতীয় ম্যাচে অবশ্য মেসি খেলেন নি চোট শঙ্কায়। স্কালোনির দল বলিভিয়ার লাপাজ জয় করে ৩-০ গোলে।

অক্টোবরের বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনা দল-

এমিলিয়ানো মার্টিনেজ, ফ্রাঙ্কো আরমানি, হুয়ান মুসো, ওয়ালতার বেনিতেস, হুয়ান ফয়েথ, গঞ্জালো মন্টিয়েল, নাহুলেন মলিনা, হেরমান পেসুয়া, ক্রিস্টিয়ান রোমেরো, লুকাস মার্তিনেস, নিকোলাস ওতামেন্ডি, মার্কো পেয়েগ্রিনো, মার্কোস আকুইনা, নিকোলাস তালিয়াফিকো, লুকাস এসকেভেল, লিয়ান্দ্রো পারেদেস, গিদো রদ্রিগেস, এনজো ফার্নান্দেস, রদ্রিগো ডি পল, এজেকেল পালাকিওস, কার্লোস আলকারাজ, জিওভান্নি লো সেলসো, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, থিয়াগো আলমাদা, ব্রুনো সাপেয়ি, পাউলো দিবালা, লিওনেল মেসি, জুলিয়ান আলভারেজ, লাউতারো মার্তিনেস, ফাকুন্দো ফারিয়াস, লুকাস বেলত্রান, আলেহান্দ্রো গার্নাচো, নিকোলাস গনসালেস ও লুকাস ওকাম্পোস।

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here