Google search engine

বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। মঙ্গলবার (১০ অক্টোবর) বাংলাদেশ সময় সকাল ১১টায় ইংলিশদের বিপক্ষে ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নামবে সাকিব আল হাসানের দল।

গুরুত্বপূর্ণ এই ম্যাচে একাদশে পরিবর্তন আনতে যাচ্ছে টাইগার টিম ম্যানেজম্যান্ট। আফগানদের সঙ্গে জয় পেলেও টাইগারদের অস্বস্তির অন্যতম কারণ ওপেনিং জুটি।

দেশসেরা ওপেনার তামিম ইকবালের ইনজুরির কারণে তরুণ তানজিদ তামিম ও লিটন দাসের কাঁধে ওপেনিংয়ে দায়িত্ব দিয়েছে বাংলাদেশ। তবে আফগানদের সঙ্গে বাজে পারফরম্যান্সে নির্বাচকদের হতাশায় ডুবিয়েছেন তারা।

আফগানদের বিপক্ষে ১৮ বলে ১৩ রান করেছেন লিটন। আর সবশেষ কয়েক ম্যাচ ধরেই ফর্মে নেই ক্লাসিক এই ওপেনার। সবশেষ এশিয়া কাপ ও ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজেও আলো ছড়াতে পারেননি এই ডানহাতি ব্যাটার। এমন পরিস্থিতিতে ইংলিশদের বিপক্ষে তাকে খেলানো নিয়েও শঙ্কা জেগেছে।

তবে আরও একটি সুযোগ পেতে পারেন লিটন। তবে ওপেনিংয়ে রান না পাওয়ার কারণে তাকে খেলানো হতে পারে মিডেল-অর্ডারে। আর ওপেনার হিসেবে দেখা যেতে পারে মেহেদী হাসান মিরাজকে।

এদিকে ইংলিশদের বিপক্ষে ম্যাচের আগে আরও এক দুশ্চিন্তায় টিম ম্যানেজম্যান্ট। এই ম্যাচে একজন ব্যাটারকে বসিয়ে ষষ্ঠ বোলার খেলানোর চিন্তাও করছে নির্বাচকরা। সেক্ষেত্রে একাদশ থেকে ছিটকে যেতে পারেন লিটন কুমার দাস অথবা তরুণ তানজিদ তামিম। তাদের পরিবর্তে একাদশে দেখা যেতে পারে শেখ মাহেদি অথবা নাসুম আহমেদকে।

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here