Google search engine

জয় দিয়ে বিশ্বকাপ শুরু করা নিউজিল্যান্ড নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে সোমবার। নেদারল্যান্ডসের বিপক্ষে হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলতে নামবে কিউইরা। এই ম্যাচেও থাকছেন না নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন। এর আগে ইংল্যান্ডের বিপক্ষে উদ্বোধনী ম্যাচটিও খেলা হয় নি ডানহাতি এই ব্যাটারের।

তৃতীয় ম্যাচ থেকে উইলিয়ামসনকে পাওয়া যাবে বলে মনে করছেন নিউজিল্যান্ড দলের প্রধান কোচ গ্যারি স্টিড। যেখানে ১৩ অক্টোবর চেন্নাইয়ে বাংলাদেশের বিপক্ষে খেলবে কিউইরা। দল প্রধান কোচ বলেছেন, ‘কেনের বেশ উন্নতি হচ্ছে। আমার মতে ফিল্ডিংটা তার জন্য এখনো একটু চিন্তার ব্যাপার। তবে তার যেহেতু উন্নতি ভালোই হচ্ছে, তাতে আশাবাদী যে তাকে আমাদের তৃতীয় ম্যাচে পাওয়া যাবে।’

বিশ্বকাপ শুরুর দুই ম্যাচে না খেলা উইলিয়ামসন প্রস্তুতি পর্বে খেলেছিলেন। তবে সেই ম্যাচগুলোতে ফিল্ডিং করেন নি। কিউই কোচ স্টেড আরও বলেন, ‘তার আরও একটি অনুশীলন হবে। অনুশীলনের পরই আমরা সবকিছু চূড়ান্ত করে ফেলতে পারব। এই পরিস্থিতিতে আমরা তৃতীয় ম্যাচের জন্য অপেক্ষা করছি, যেখানে সে টুর্নামেন্ট শুরু করবে।’

গত এপ্রিলে আইপিএল খেলার সময়ে হাঁটুতে গুরুতর চোট পেয়েছিলেন গুজরাট টাইটান্সে খেলা উইলিয়ামসন। এরপরে ক্রিকেট মাঠের বাইরে থাকতে হয়েছে তাকে। এখনও পুরোপুরি সুস্থ হয়ে উঠেননি তিনি। তার অনুপস্থিতিতে নিউজিল্যান্ড দলের নেতৃত্বের ভার সামলাচ্ছেন উইকেটরক্ষক-ব্যাটার টম লাথাম। দারুণ নেতৃত্বে বর্তমান চ্যাম্পিয়নদের ৯ উইকেটে হারিয়ে আসর শুরু করেছেন তিনি।

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here