
আইসিসি র্যাঙ্কিংয়ে শ্রীলঙ্কাকে ফের পেছনে ফেললো বাংলাদেশ। ৬ অক্টোবর, বিশ্বকাপের নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৬ উইকেটে গুড়িয়ে দিয়ে সাকিব বাহিনী। আর গতকাল প্রোটিয়াদের কাছে ১০২ রানে হেরেছে শ্রীলঙ্কা। আর তাতে নিজেদের হারানো অবস্থান পুনরুদ্ধার করলো টাইগাররা।
রবিবার (৮ অক্টোবর) আইসিসির প্রকাশিত র্যাঙ্কিংয়ে দেখা যায়, বাংলাদেশ দলের অবস্থান ৯৩ রেটিং পয়েন্ট নিয়ে বর্তমানে সাতে। আর আটে নেমে যাওয়া লঙ্কানদের রেটিং পয়েন্ট এখন ৯১।
১১৬ রেটিং পয়েন্ট নিয়ে যথারীতি ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছে রোহিত শর্মার ভারত। ১ রেটিং পয়েন্ট কমে দ্বিতীয় স্থানে থাকা পাকিস্তানের রেটিং পয়েন্ট ১১৫। ১১২ রেটিং পয়েন্ট নিয়ে রয়েছে তিন নম্বরে রয়েছে অস্ট্রেলিয়া। এছাড়া ওয়েস্ট ইন্ডিজ আছে সবার শেষে ১০ নম্বরে।
