
২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৪২৮ রানে গড়ে এবং সেই ম্যাচ দুর্দান্ত একটা জয় পায় দক্ষিণ আফ্রিকা।সেই জয়কে ধরে রাখার লক্ষ্যে আজ দ্বিতীয় ম্যাচ অস্ট্রেলিয়ার মুখোমুখি হয় তাড়া।বৃহস্পতিবার (১২ অক্টোবর) লখনৌয়ে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩১১ রান সংগ্রহ করেছে দক্ষিণ আফ্রিকা।
দক্ষিণ আফ্রিকার রানবন্যায় সবচেয়ে বড় অবদান রেখেছেন কুইন্টন ডি কক। প্রোটিয়া এ ওপেনার ও উইকেটরক্ষক এবারের বিশ্বকাপে টানা দ্বিতীয় সেঞ্চুরি করেছেন। সেই সঙ্গে ফিফটি করেছেন লঙ্কানদের বিপক্ষে বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়া এইডেন মার্করাম। অস্ট্রেলিয়ার পক্ষে মিচেল স্টার্ক ও গ্লেন ম্যাক্সওয়েল দুটি করে উইকেট নিয়েছেন।
