
চলমান ওয়ানডে বিশ্বকাপে আফগানিস্তানকে ৬ উইকেটে উড়িয়ে দিয়ে দুর্দান্ত সূচনা করে বাংলাদেশ। তবে নাকাল হতে হয় দ্বিতীয় ম্যাচে, ইংল্যান্ডের বিপক্ষে। ওইদিন ১৩৭ রানের বিশাল ব্যবধানে হার দেখতে হয় সাকিব আল হাসানের দলের।
অন্যদিকে, টুর্নামেন্টে রীতিমতো উড়ছে গতবারের রানার্স আপ নিউজিল্যান্ড। প্রথম ম্যাচেই তারা উড়িয়ে দিয়েছে গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে। ইংল্যান্ডের করা ২৮২ রান ৯ উইকেট ও ৮২ বল হাতে রেখেই পেরিয়ে যায় কিউইরা। দ্বিতীয় ম্যাচে তুলনামূলকভাবে দুর্বল নেদারল্যান্ডসকে হারায় ৯৯ রানের বড় ব্যবধানে।
আজ শুক্রবার টুর্নামেন্টে নিজেদের তৃতীয় ম্যাচে লড়বে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। চেন্নাইয়ের পি চিদাম্বরাম স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় মাঠে নামবে দুই দল। এই মুহূর্তে ২ ম্যাচে ২ জয় নিয়ে ৪ পয়েন্ট ও রান রেটের কারণে পয়েন্ট টেবিলের দুইয়ে আছে নিউজিল্যান্ড। অন্যদিকে ১ জয় পাওয়া বাংলাদেশের অবস্থায় ছয়ে।
ওয়ানডেতে মুখোমুখি
এই পর্যন্ত ওয়ানডেতে এই দুই দল ৪১ বার মুখোমুখি হয়েছে। যার মধ্যে নিউজিল্যান্ড ৩০ বার এবং বাংলাদেশ ১০ বার জয়ের মুখ দেখেছে। ১টি ম্যাচ কোনো ফলাফল ছাড়াই নিষ্পত্তি হয়েছে।
