Google search engine

ব্যাটিংয়ে দুর্দান্ত শুরু করেও মাঝে খেই হারানো ব্যাটিং। এরপর ছন্নছাড়া বোলিংয়ে আরো একটি হারকে সঙ্গী করে মাঠ ছাড়ল বাংলাদেশ। ৭ উইকেটের বড় হারে সেমির স্বপ্ন থেকে আরো দূরে সরে গেল বাংলাদেশ।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) পুনেতে টস জিতে আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৫৬ রান করেছিল বাংলাদেশ।

হাফ সেঞ্চুরি পেয়েছিলেন লিটন ও তামিম। জবাবে খেলতে নেমে ৪২ ওভার ৩ বলে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত। দলের হয়ে সর্বোচ্চ অপরাজিত ১০৩ রান করেছেন কোহলি।

পুনেতে এদিন আগে ব্যাট করে দুই ওপেনার তানজিদ তামিম ও লিটন দাসের ফিফটির সুবাদে ২৫৬ রানের সংগ্রহ পেয়েছিল বাংলাদেশ। জবাবে রোহিতের দারুণ শুরুর পর আরেক ওপেনার শুভমান গিল হাঁকিয়েছেন হাফ সেঞ্চুরি। এরপর বিরাট কোহলির ৯৭ বলে অপরাজিত ১০৩ রানে চড়ে ৭ উইকেট ও ৫১ বল হাতে রেখেই বড় জয় তুলে নেয় ভারত। এই জয়ে চার ম্যাচ খেলে টানা চার জয় পেয়েছে স্বাগতিকরা। অন্য দিকে হারের হ্যাটট্রিক পূর্ণ করেছে বাংলাদেশ।

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here