Google search engine

জয়ের ধারায় ফিরে আসার লক্ষ্যে, পাকিস্তান আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের চতুর্থ ওয়ানডে বিশ্বকাপে খেলবে। টানা দুই জয় দিয়ে বিশ্বকাপ শুরু করলেও আগের ম্যাচে ভারতের কাছে হেরে যায় পাকিস্তান। এদিকে প্রথম দুই ম্যাচ হেরে তৃতীয় ম্যাচে জয় পেয়েছে অস্ট্রেলিয়া।

পাকিস্তানের বিপক্ষে টানা দ্বিতীয় জয়ের স্বাদ নিতে মরিয়া আজিরা। আজ শুক্রবার (২০ অক্টোবর) বেঙ্গালুরুর এম চিন্ন্মস্বামী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়। ম্যাচটি সরাসরি দেখা যাবে গাজী টিভি ও টি স্পোর্টসে।

গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে পাকিস্তানের বেশ কয়েকজন ক্রিকেটার ভাইরাস জ্বরের সঙ্গে লড়াই করছেন। তাদের মধ্যে রয়েছে আব্দুল্লাহ শফিক, শাহীন শাহ আফ্রিদি এবং জামান খান। যা দলটির জন্য অতিরিক্ত চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়েছে।

গত মঙ্গলবার (১৭ অক্টোবর) অনুষ্ঠিত ঐচ্ছিক অনুশীলনে অনুপস্থিত ছিলেন অধিকাংশ ক্রিকেটার। পরবর্তীতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) মেডিকেল অফিসার ডাক্তার সেলিম পুঙ্খানুপুঙ্খ পরীক্ষার পর জানান অসুস্থ হওয়া ক্রিকেটাররা সবাই অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে পারবেন।

এদিকে হাঁটুর ইনজুরির কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে দেখা যাবে না ফখর জামানকে। তাই আব্দুল্লাহ শফিক এবং ইমাম উল হকই পাকিস্তানের হয়ে ওপেনিং করতে পারেন। এছাড়া আগা সালমান এখনও জ্বরের সাথে লড়াই করছেন। তাই তাকেও একাদশে না দেখা যেতে পারে।

অপরদিকে ভারতের কাছে হারের পর পাকিস্তানের স্পিন আক্রমণে পরিবর্তন আনার কথা ভাবছে টিম ম্যানেজমেন্ট। বিশেষ শাদাব খানের পরিবর্তে উসামা মীরকে আজ একাদশে দেখা যেতে পারে।

পাকিস্তানের সম্ভাব্য একাদশ :

আবদুল্লাহ শফিক, ইমাম-উল-হক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, মোহাম্মদ নওয়াজ, উসামা মীর, হারিস রউফ, হাসান আলী ও শাহীন আফ্রিদি।

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here