
ওয়ানডে বিশ্বকাপ ইতিহাসে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ছক্কার মালিক এখন মাহমুদুল্লাহ রিয়াদ।
বৃহস্পতিবার ভারতের বিপক্ষে ম্যাচে এই রেকর্ড গড়েছেন রিয়াদ৷
পুনেতে রিয়াদের ইনিংসে ছক্কার মার ছিল ৩টি৷ এই তিন ছয়ে পেছনে পড়েছেন মুশফিকুর রহিম৷ রিয়াদের ১৭ ইনিংসে ১৬ ছক্কার বিপরীতে মুশফিকের ৩২ ইনিংসে ছক্কার সংখ্যা ১৩টি।
১০টি ছক্কা নিয়ে তৃতীয়স্থানে আছেন অধিনায়ক সাকিব আল হাসান।
