Google search engine

দ্বিতীয় দফায় বাংলাদেশের প্রধান কোচের দায়িত্ব নিয়েছেন হাথুরুসিংহে। দলের দায়িত্ব নিয়ে আশানূরুপ কিছু করতে পারেননি তিনি। চলমান বিশ্বকাপে বাংলাদেশের পারফরম্যান্সও শোচনীয়। তবে দলের এমন বাজে সময় টুর্নামেন্ট চলাকালীন সময়ে হাথুরু জানালেন আসল কাজ হবে তার বিশ্বকাপ শেষে।

সোমবার (৬ নভেম্বর) শ্রীলঙ্কার বিপক্ষে দিল্লিতে মাঠে নামবে বাংলাদেশ দল। তার আগে সংবাদ সম্মেলনে এসেছিলেন হাথুরুসিংহে। এ সময় বিশ্বকাপ ব্যর্থতার প্রশ্নে টাইগার এই প্রধান কোচ বলেন, ‘আমার আসল কাজ শুরু হবে বিশ্বকাপের পরে। আগের সাত মাসে কিছুই করার ছিল না।’

হাথুরুসিংহে বলেন, ‘দলটা যে অবস্থায় ছিল সেখান থেকে নিয়ে এখনকার জন্য প্রস্তুত করেছি। আসলে আমার কাজ শুরু হবে এরপর। বিশ্বকাপের জন্য প্রস্তুত হওয়া একরকম, আর দলকে সামনে নিয়ে যাওয়া আরেক চ্যালেঞ্জ।’

গত সাতমাসে অনেক কিছুই নিজের নিয়ন্ত্রণের বাইরে ঘটেছে বলে মন্তব্য হাথুরুসিংহে। তিনি বলেন, ‘দেখুন আমি সাত মাস আগে কাজ শুরু করেছি। আমার হাতে কেবল সাত মাস সময় ছিল। এর মাঝে বেশ কিছু জিনিস ঘটেছে যা আমার নিয়ন্ত্রণে ছিল না। আমার মনে হয় এটা নিয়ে আলোচনা করা কিংবা ভাবার সঠিক সময় নয়।

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here