Google search engine

বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। এবার দল দুটি মাঠে নেমেছে টেবিলের শীর্ষস্থান দখলের লড়াইয়ে। সেই লড়াইয়ের জন্য আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ভারত। রোববার কলকাতার ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হচ্ছে ভারত। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ২টা ৩০ মিনিটে। এই ম্যাচ জিততে পারলে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠবে প্রোটিয়ারা।

শীর্ষস্থান ধরে রাখার মিশনে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে ভারত। বড় ম্যাচের আগে এসে উইনিং কম্বিনেশন ভাঙ্গেনি তারা। কারণ আগের ম্যাচের উইকেট থেকে কলকাতার উইকেটে আহামরি কোনো পরিবর্তন নেই। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার একাদশে এসেছে একটি পরিবর্তন। বাদ পড়েছেন জেরাল্ড কোয়েটজে। তার পরিবর্তে একাদশে ফিরেছেন তাবরাইজ শামসি।

ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি, জাসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ।

দক্ষিণ আফ্রিকা একাদশ: কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), টেম্বা বাভুমা (অধিনায়ক), রাসি ফন ডার ডুসেন, এইডেন মার্করাম, ডেভিড মিলার, হাইনরিখ ক্লাসেন, মার্কো জানসেন, কাগিসো রাবাদা, কেশব মহারাজ , লুঙ্গি এনগিদি ও তাবরাইজ শামসি।

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here