
ডিসেম্বরে সাউথ আফ্রিকার মাটিতে তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টি খেলতে যাবে বাংলাদেশ নারী দল। সফরের জন্য দুই ফরম্যাটের দল দিয়েছে বিসিবি। ১৬ জনের মূল স্কোয়াডের সঙ্গে চার স্ট্যান্ডবাই ক্রিকেটার রাখা হয়েছে।
আগামী ৩ ডিসেম্বর বেনোনিতে টি-টুয়েন্টি দিয়ে শুরু হবে সিরিজ। পরের ম্যাচ দুটি ম্যাচ ৬ ও ৮ ডিসেম্বর। ওয়ানডে সিরিজ শুরু হবে ১৬ ডিসেম্বর। শেষের ম্যাচ দুটি ২০ ও ২৩ ডিসেম্বর।
সম্প্রতি ঘরের মাঠে পাকিস্তানকে টি-টুয়েন্টি ও ওয়ানডে সিরিজে হারিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। সেই স্কোয়াডে তেমন পরিবর্তন আনা হয়নি।
ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজের বাংলাদেশ দল: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), শামীমা সুলতানা, মুর্শিদা খাতুন, সোবহানা মোস্তারি, ফারজানা হক পিংকি, লতা মন্ডল, স্বর্ণা আক্তার, রিতু মনি, শরিফা খাতুন, সুমাইয়া আক্তার, রাবেয়া খান, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, দিশা বিশ্বাস।
অপেক্ষমাণ: শারমিন আক্তার সুপ্তা, সানজিদা আক্তার মেঘলা, ফারিহা ইসলাম, নিশিতা আক্তার নিশি।
